**প্রিয় ললনা**
ওহে প্রিয় ললনা;
তোমায় নিয়ে সাজাবো সুখের ঘর,
মনে আছে বাসনা।
ওহে প্রিয় ললনা;
তোমাতেই বুনি শত স্বপ্ন,
তুমিতো ভালবাসার শেষ ঠিকানা।
ওহে প্রিয় ললনা;
চোখ বুজে করি বিশ্বাস,
পাশে তুমি থাকলেই থাকি আমি নির্ভাবনা।
ওহে প্রিয় ললনা;
আমার হৃদয় তুমি করো আলোকিত,
তুমি যে আঁধার রাতে চাঁদের জোছনা।
ওহে প্রিয় ললনা;
বাসি তোমায় অনেক অনেক ভালো,
বুঝেও কেন বোঝনা।
ওহে প্রিয় ললনা;
তোমায় ছাড়া পারবোনা আমি থাকতে,
কভু ছেড়ে চলে যেওনা।
**কৃষাণ কারিগর**
মাঠে তোমরা ফলাও ফসল
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
সবার মুখে তুলে দাও অন্ন
থাকো অভুক্ত নিজে।
খাঁটি গায়ের ছেলে তুমি
থাকো কুঁড়েঘরে,
অট্টালিকার স্বাদ নেই তোমার
খুশি দু'মুঠো খেয়ে পরে।
পেশা তোমার অনেক মহান
ফলাও সোনার ফসল,
অহংকার নেই তোমার
মানুষটা যে তুমি সরল।
দুচোখ ভরা সবুজের স্বপ্ন তোমার
সবুজেতেই বসবাস,
পরিশ্রম করে সকাল-সন্ধ্যা
যোগাও খাদ্যশস্য বারো মাস।
নিজস্ব ভূমি নেই তোমার
করো পরের জমিতে চাষ,
থাকলেও ভূমি, মহাজনে বন্ধক
বাড়তি সর্বনাশ!
সোনার ফসল হয় নষ্ট
খরা, বন্যা, ঘূর্ণিঝড়ে,
মলিন হয় তোমার মুখের হাসি
স্বপ্নটাও যায় দুমড়ে মুছড়ে।
সোনার ফসলের পাওনা দাম
মধ্যস্বত্বভোগী নেয় চুষে,
রয়ে গেলে কলুর বলদ
দিনানিপাত হয় কায়ক্লেশে।
দেশের অর্থনীতি রেখেছো সচল
রাখছো অনেক অবদান,
কিন্তু সবার অবহেলার পাত্র তুমি
পাচ্ছোনা যথাযথ সম্মান।
দেশের সম্পদ, দেশের রত্ন
তুমি যে ভাই চাষা,
স্বনির্ভর হবে দেশ
তোমাতে রাখি আশা।