তোমার আমার প্রেম কাহিনী
সে তো কোন এক--
ঔপন্যাসিকের যত্নে লেখা উপন্যাস।
কি নেই সেখানে?
প্রেম, বিরহ, ঈর্ষা, দুঃখ, বিষাদ
শেষে ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে তোমাকে
আমার করে পাওয়া।
ভাবিনি কখনো করবো তোমাকে জয়
প্রতি মুহূর্তে যে ছিলো হারানোর ভয়।
সহ্য করেছি কত যন্ত্রনা তোমারই জন্য,
তোমায় পেয়ে হয়েছি আমি ধন্য।
তোমার হরিণী চোখের চাহনিতে হারাতাম নিজেকে,
চুলের গন্ধে হতাম মাতোয়ারা
ঠোঁটের মিষ্টি হাসিতে মন হতো উতলা
দেখতাম তোমায় নিয়ে হাজারো রঙিন স্বপ্ন।
মনে পড়ে তোমাকে প্রথম ভালোবাসা জানানোর কথা।
ভেবেছিলাম-----
ভালোবাসার স্বপ্ন যাত্রা এখানেই বুঝি থেমে যাবে,
প্রেমের বসন্ত বুঝি হঠাৎ
আষাঢ়ের কালো মেঘে ঢেকে যাবে।
কিন্তু না! সত্যিকারের ভালোবাসার টানে-
তুমি হলে আমার
অন্ধকার জীবনে ঊষার আলো নিয়ে আসলে।
তোমার ভালবাসায় করলে আমায় ঋণী
তোমার আমার ঐশ্বরিক প্রেম থাকুক অটুট চিরকাল।
ভালবাসার আকাশে স্বপ্নেরা আজ মেলে ধরেছে ডানা।
সাজিয়ে ফেলবো তোমায় নিয়ে
সুখের ভালোবাসার ঘর-সংসার।
--------------------------------------------
""প্যানগ্রাম""-- বাংলা বর্ণমালার ৫০ টি বর্ণ একবার করে হলেও থাকবে।