লিখি আমি সহজ ভাষায়, একবার পড়লেই বুঝা যায় ভাব,
নেই কোন উপমার চাকচিক্য, নেই কোন দুর্বোধ্যতার প্রভাব,
লাগেনা খোঁজা অভিধান,
অল্পেই মেলে সমাধান,
লিখেই যাবো আমি এমন ভাবে, সেটাই যে আমার লেখার স্বভাব।