(১)
শীতের ভোর
কনকনে ঠান্ডায়
সবে কাতর।
(২)
সূর্যের আলো
শীতের সকালেই
লাগে যে ভালো।
(৩)
নিথর দেহ
করে যে চিৎকার
শুনেনা কেহ।
(৪)
সঠিক পথ
দেখাও যে হে প্রভু
থাকবো সৎ।
(৫)
দেশের জন্য
করলে ভালো কাজ
হবে অনন্য।
(৬)
আমার দেশ
রুপ-লাবণ্যে ভরা
বাংলাদেশ।
(৭)
বাংলা ভাষা
জুড়ায় মন, মিটে
অনেক আশা।
(৮)
মায়ের মুখ
দেখলে দূর ক্লান্তি
অন্তরে সুখ।
(৯)
এই দূরত্ব
ঘুচবেনা কখনো
কষ্ট যে নিত্য।
(১০)
তোমার মনে
জায়গা পাবো বলে
ভাবি গোপনে।