গভীর রাত, শুনশান নিরবতা।
একলা জেগে আমি
অপেক্ষারত,
নতুন ভোরের, নতুন আলোর।
দিশেহারা জীবনের অন্ধকার কেটে যাওয়ার
অপেক্ষায়।
চেয়ে আছি তীর্থের কাকের মত,
হয়তো বেশি সময় আর নেই ভবে।
বিলীন হবো অজানায়।
এই রাত কখনো পোহাবার নয়,
ভোরের আলো দেখা হবে না আমার।
অপেক্ষার প্রহরে পিষ্ট আমি।
হয়তো ভোর হবে,
নতুন সূর্য উদয় হবে।
কিন্তু দেখা হবে না আমার,
রাত্রির বিষণ্নতায় হারিয়ে যাবো।
*Re-uploaded.*
প্রথম প্রকাশের সময়: ১৯/০২/২০২০, ০০:৩৭ মি: