তোমার স্মৃতি আজও কাঁদায়
আছো তুমি অনুভবে,
হারিয়ে গেছো অনেক আগেই
চিরকালই হৃদয়ে রবে।
ভুলতে পারিনা তোমাকে
চাইনা ভুলে যেতে,
রোমন্থন করি তোমার স্মৃতি
ইচ্ছা তোমায় ফিরে পেতে।
প্রতিটা পদক্ষেপেই টের পাই
তোমার উপস্থিতি,
তোমার অস্তিত্ব করেছি ধারণ
মনে যে তোমার বসতি।
এমনটা তো ছিলো না কথা
ছিলো ঘর বাঁধার স্বপ্ন,
স্বার্থপর হয়ে হারিয়ে গেলে
করলে হৃদয় ভগ্ন।
অনুভবে আছো তুমি, থাকবেও তুমি
এই হৃদয়ে চিরকাল,
চিরতরে হারাবে তুমি সেদিন
প্রাণপাখি যেদিন দিবে উড়াল।