ভুলে গেছি আমি কান্না, ভুলে গেছি স্মৃতি,
তুচ্ছতায় ভেঙে প্রীতি, গেলে অন্তরালে,
বিষন্নতা এনে দিলে, থাকি অন্ধকারে,
বাঁচি জ্বালা সহ্য করে, কষ্টে ভরা ইতি।
স্থির জীবনের গতি, জমা অবিশ্বাস,
একাকীত্বে বসবাস, স্বপ্ন গেল ঝরে,
ক্ষণে ক্ষণে মনে পড়ে, বাড়ে দীর্ঘশ্বাস,
যন্ত্রণারা করে গ্রাস, ক্লান্তি ঘিরে ধরে।

নেই ক্ষোভ-অভিযোগ, মায়া হচ্ছে হ্রাস,
অসমাপ্ত উপন্যাস, ছোটগল্পে শেষ,
অন্য বক্ষে আছো বেশ, আমি কল্পনায়,
রিক্ত হস্তে অজানায়, ক্রমে ক্ষীণশ্বাস,
দেহান্তের পূর্বাভাস, সম্পর্কের রেশ,
নিরন্তর অনিঃশেষ, তবু অপেক্ষায়।

--------------------------------------------
**কৃতজ্ঞতা জানাই এই আসরের শ্রদ্ধেয় কবি ঠাকুর বিশ্বরাজ গোস্বামীকে, যিনি এই কাব্য কাঠামো উদ্ভাবন করেছেন।


**শব্দবর্ণিক সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।