প্রতিনিয়ত বাড়ছে দূরত্ব,
হারিয়ে যাচ্ছি তোমার পৃথিবী থেকে।
প্রতিনিয়ত অত্যাচার, ক্রমশ ঠেলে দিচ্ছে
অতল গহ্বরে।
দিন দিন হেরে যাচ্ছি বাস্তবতার কাছে,
অনুভূতিগুলো ফিকে হয়ে আসছে আজকাল।
সম্পর্কের সুতো টা বড়ই নড়বড়ে,
ঠুনকো আঘাতেই ছিড়ে যাবে।
গোধূলি লগ্নে দাঁড়িয়ে,
লাল আভা ছড়িয়ে
সম্পর্কের অস্ত যাওয়া সূর্য
দেখছি আমি অপলকে।
মাঝে মাঝে কেন ভুলে যাই
তুমি তো আমার নও।
চারপাশে সব থেকেও কি যেন নেই,
প্রত্যেক পদক্ষেপে কারো উপস্থিতি টের পাই।
কারো অস্তিত্ব যে বুকে ধারণ করে আছি।
বাস্তবতার মায়াজালে জড়িয়ে আছি,
বাস্তবতার ভিড়ে নিজেকে ছোট মনে হয়।
নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চাই।
আমি ছুটে চলি লক্ষ্যহীন দিগন্তের পানে।
আমি চলতে ভয় পাইনা।
ভয় শুধু একটাই, যদি কোন ভরসার হাত
চলার পথে না পাই।।।
*Re-uploaded*
প্রথম প্রকাশের সময়: ২০/০২/২০২০, ০০:২৯ মি