আরামপ্রিয় মানুষ আমি লোকে বলে অলস
কাজে-কর্মে নেই যে খেয়াল পাইনা খুঁজে রস
শক্তির করিনা অপচয়
করি আমি শক্তির সঞ্চয়
কঠিন কাজের সহজ পথ খুঁজি নিরলস।



--------------------------------------------
প্রিয় উক্তি:-
"কোনও কঠিন কাজ করার জন্য আমি একজন অলস মানুষকে পছন্দ করি। কারণ একজন অলস মানুষই পারেন কোনও কঠিন কাজ সম্পাদনের সহজ পথটি বের করতে। "
<বিল গেটস>