(১)
অজান্তে কবি
ভেবে তাহার কথা
আঁকছে ছবি।
(২)
ঠোঁটের কোনে
এক চিলতে হাসি
আনন্দ মনে।
(৩)
মায়াবী চোখে
হারিয়ে মন, শত
কবিতা লেখে।
(৪)
দীঘল কেশ
প্রেমিক হৃদয়ের
মনে আবেশ।
(৫)
মায়াবী মুখ
তোমার, দেখে লাগে
অন্তরে সুখ।
(৬)
তোমার নাম
লেখা এই বুকের
অনেক দাম।
(৭)
বৃষ্টির দিনে
তোমায় নিয়ে ভাবি
যে আনমনে।
(৮)
হাজারো ভিড়ে
তোমায় খুঁজি, শত
বিপদ লড়ে।
(৯)
গভীর রাত
পেরিয়ে আসবে যে
নয়া প্রভাত।
(১০)
শেষ প্রহরে
নিঃশব্দে রাত্রি নামে
এই শহরে।