কিসের এত দম্ভ, কিসের এত অহংকার, ক্ষনিকের এই পৃথিবীতে
নিভে গেলে জীবন প্রদীপ, সব গর্ব-অহংকার মিশে যাবে যে মাটিতে
বিনয়ী হও, ছাড়ো অহংকার
স্রষ্টার নেয়ামত করো স্বীকার
জীবন হবে সত্য সুন্দর, সবাই দিবে সম্মান, থাকবে স্রষ্টার সুদৃষ্টিতে।