ভুলে গেছি, কবে ভালোবেসেছি তোমায়
পুরোনো স্মৃতিকে করে দিয়েছি বিদায়,
কবেই ভুলে গেছি পুরোনো সেই ক্ষত
মুছে দিয়েছি, ছিলো তোমার চিহ্ন যত
নেইতো কোনো স্থান মনের আঙিনায়।
তবু আজো কিছু কথা মনে পড়ে যায়
তোমাতে মন এখনো যে হারাতে চায়,
তোমায় নিয়ে মন দেখে যে স্বপ্ন শত।
কিছু স্বপ্ন চিরকাল থাকে অধরায়!
সুযোগ বুঝে হারালে কাঁদিয়ে আমায়,
যাতনা নিয়ে বুকে, কাঁদি যে অবিরত
ফিরবে বলে মনটা যে অপেক্ষারত
মন যে এখনো ভালবাসি গান গায়