করেছো যে উপহাস
করেছো যে অবহেলা;
আমার হৃদয় নিয়ে
খেলেছো নিষ্ঠুর খেলা।
আমার ভালোবাসাকে
করলে যে অস্বীকার;
দরকারে করলে যে
নিজ স্বার্থে ব্যবহার।
--------------------------------------------
**কৃতজ্ঞতা জানাই এই আসরের শ্রদ্ধেয় কবি মুহাম্মদ মনিরুজ্জামানকে, যিনি এই কাব্য কাঠামো উদ্ভাবন করেছেন।
**ছন্দনদী-অষ্টপদী সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।