দিনরাত চালাই নৌকা, হাজারো রঙিন স্বপ্ন, বাসনা বুকে নিয়ে,
নদীর জলে গানের তালেতে
চলি লাগিয়া হাওয়া পালেতে;
নদীর এপার থেকে ওপার
নিত্য করি মানুষ পারাপার।
হয়না পূরণ স্বপ্ন মোর, আছি বেঁচে ছেঁড়া পালে জোড়াতালি দিয়ে।
--------------------------------------------
**কৃতজ্ঞতা জানাই প্রিয় কবি সতীশ বিশ্বাসকে, যিনি এই কাব্য কাঠামো উদ্ভাবন করেছেন।
**ছড়াক্কা সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।