রাগ, সুস্থ মানুষকে বীভৎস করে তোলে,
থাকলে রেগে, থাকেনাতো কিছুই অনুকূলে,
রাগ হলো বহু অনিষ্টের কারণ;
মানুষ হয় প্রতিশোধ পরায়ণ!
জীবন তছনছ, রাগ নিয়ন্ত্রণে না এলে।