হবে না জেনেও, ভালোবাসায় কেন জড়ালে
চারপাশে শূন্যতা দিয়ে চলে গেলে আড়ালে।
তোমায় নিয়ে দেখা রঙিন স্বপ্নগুলো ভেঙেচুরে হলো চুরমার
ভালো থেকো বলে দিয়ে কেড়ে নিলে ভালোবাসার অধিকার।
আমাকে ভুলে যেতে পারো তুমি, তোমাকে কভু ভুলবোনা
থাকবো বেঁচে সাথে নিয়ে, তোমাকে না পাওয়ার বেদনা।