হারিয়ে তোমায় এখনো
আমি বড় একা,
এই ছোট্ট জীবনে হবে কি
আর কখনো দেখা?
তোমাকে ফিরে পাবার আশা
সেতো অধরা মরীচিকা।