মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য
করে যাও আর্তমানবতার সেবা, হয়োনা আর বন্য
মুছে দাও অভাবীর চোখের জল
সাহস যুগিয়ে বাড়াও মনোবল
জাগিয়ে তোলো মনুষ্যত্ব-বিবেক, হবে মানুষ অনন্য।



--------------------------------------------
অনুপ্রেরণা:--
"মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না"।
<গীতিকার, সুরকার, শিল্পী - ভূপেন হাজারিকা>