আমার পৃথিবী থমকে দিয়ে হারালে কোথায় অভিমানী,
শূন্য হৃদয়কে পূর্ণ করে ফিরবে না কখনো তুমি জানি,
তবুও আছি অপেক্ষায়,
ফিরবে এই আঙিনায়,
তোমায় ঘিরে এখনো তো আমি ফিরে পাওয়ার স্বপ্ন বুনি।