তুমি নামক শীতল বাতাসের অপেক্ষায়, খোলা জানালায় আছি দাঁড়িয়ে,
যে বাতাসে রয়েছে প্রশান্তির পরশ, দেয় আমাকে ভিতর থেকে নাড়িয়ে,
কিন্তু হায়! বহে নাতো সে বাতাস;
হয়েছে ম্লান বাঁধভাঙ্গা উচ্ছ্বাস,
স্নিগ্ধতার পরশ নিবো বলে, আছিতো এখনো অপেক্ষায় দু'হাত বাড়িয়ে।