কেন ভালোবাসলাম আমি
         কেন ভালোবাসলাম?
ভালোবাসার বিনিময়ে
          শুধু দুঃখই পেলাম।

ভালোবেসেছিলাম তাকে আমি
           জীবনের চেয়ে বেশি,
কিন্তু হায়! তারই বেদনাইকাটে
           আমার নির্ঘুম নিশি।

ভালোবাসল না সে আমাকে
            করলো শুধু ঘৃণা,
বুঝতে পারিনি সব ছিলো
           তার অভিনয় আর ছলনা।

স্বপ্ন ছিলো করবো তাকে
           জীবন-মরণের সাথি,
আজ ও আমি বেদনাই পুড়ি
           ভাবলে তার স্মৃতি।

বিশ্বাসঘাতকতা করলো সে
           ভাঙল আমার মন,
দুঃখ-যন্ত্রণা নিয়ে থাকবো
          আমি সারাটি জীবন।

তাকে ভালোবেসে আমি
        করলাম একি ভুল,
'কেন ভালোবাসলাম',
       বলে বলে দিতে হচ্ছে মাশুল।