যদি তুমি চাও
তোমার জীবনে এনে দিবো অনাবিল আনন্দের ফুলঝুরি,
যদি তুমি চাও
তোমার মনের আকাশে উড়িয়ে দিবো রঙিন স্বপ্নঘুড়ি।
যদি তুমি চাও
রচনা করে ফেলবো তোমায় নিয়ে মহাকাব্য শত,
যদি তুমি চাও
তোমার মন করবো স্বচ্ছ, সাগরের নীলাভ জলরাশির মতো।
যদি তুমি চাও
উড়িয়ে দিবো তোমার মনের আকাশের যত মেঘ অবাঞ্ছিত,
যদি তুমি চাও
পূর্ণিমার চাঁদ হয়ে তোমায় করবো আলোকিত।
যদি তুমি চাও
ভালোবাসার রঙধনু এঁকে দিবো তোমার মনের ক্যানভাসে,
যদি তুমি চাও
মন ছোঁয়াবো তোমার, ভোরের স্বর্গীয় বাতাসে।
যদি তুমি চাও
বৃষ্টি হয়ে ঝরে পড়বো অঝোর ধারায়,
যদি তুমি চাও
তোমার সকল দুঃখ-বিষাদকে জানাবো বিদায়।
যদি তুমি চাও, হাত বাড়িয়ে দাও
এসো ভালোবাসার ছায়াতলে
ছোঁয়াবো তোমার হাত আঙুলে আঙুলে
ভালোবাসার পরশ এঁকে দিবো কপালে
ভিজবো দু'জনে সুখের জলে
সাজাবো ভালোবাসার নীড় ফুলে ফুলে।