জীবন মানে যুদ্ধক্ষেত্র
লড়তে হয় প্রতিনিয়ত,
এগিয়ে যেতে হবে সম্মুখে
বিকল্প নেই জয় ব্যতীত।
জীবন মানে মরীচিকা
অদ্ভুত নেশায় ছুটে চলা,
দিবে ধোঁকা, হবে বোকা
মসৃণ নয় এই পথচলা।
জীবন মানে রঙ্গমঞ্চ
কয়েকদিনের অতিথি,
হেলাফেলায় কাটালে দিন
ক্ষমা করবেনা নিয়তি।
জীবন মানে প্রবাহমান নদী
ভাঙা গড়ায় ব্যস্ত,
থাকবেনা থেমে, রবেনা অপেক্ষায়
ছুটে চলে প্রতিনিয়ত।
জীবন মানে উত্থান-পতন
এই সফলতা, এই ব্যর্থতা
পড়ে গেলে উঠে দাঁড়াতে হবে
থাকতে হবে বুদ্ধির প্রখরতা।
জীবন মানে কণ্টকশয্যা
সইতে হবে কাঁটার আঘাত,
ফুলের সুভাস পেতে হলে
হও প্রস্তুত আনতে নতুন প্রভাত।
জীবন মানে রংধনু
রাঙিয়ে দেয়া ভুবন,
সাজাবে জীবন,লিখবে নতুন ছন্দ
পরিপূর্ণ আয়োজন।
জীবন মানে আলো-আধাঁরি,
কখনো আশা, কখনো হতাশা
মেঘের আড়াল থেকে উঁকি দিবে সূর্য
দিবে নতুন দিনের প্রত্যাশা।
জীবন মানে লড়ে যাবো
খেলবো বাঁচা-মরার খেলা,
জিতলে আছি,হারলে নেই
তবুও নির্ভীক পথচলা।