আচ্ছা সিদ্ধান্তটা কি ঠিক ছিল?
তোমাকে ভালোবাসার?
তোমার কাছে আসার?
তোমার জন্য নিজেকে উজাড় করে দেয়ার?
তোমার জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেয়ার?
হয়তো সঠিক, কিংবা না!
তাই নিয়ে ভুগছি সিদ্ধান্তহীনতায়।
হচ্ছি দিশেহারা অতিমাত্রায়।
করছি লড়াই নিজের অস্তিত্ব রক্ষায়।
অস্তিত্বে যখন সংকট দেখা দেয়
তখন নিজের ছায়াও মুখ ফিরিয়ে নেয়।
অস্তিত্ব এখন সংকটময়
করছি বেঁচে থাকার মিথ্যা অভিনয়।
যাই হোক,
হয়তো আছি বেঁচে, এত মানসিক অত্যাচার শেষে
হয়তোবা থাকবোও বেচেঁ, কিন্তু করিনি ভুল ভালোবেসে।
করছো ভুল তুমি, চাইবে ক্ষমা একদিন কাছে এসে।
শুধু জেনে রাখো তুমি,
দূরত্ব বাড়ার আগেই দূরত্ব ঘুচাতে হয়,
না হলে পরে পস্তাতে হয়।