এইখানে গুজব ওইখানে গুজব
চলছে গুজবের উপদ্রব,
গুজব ছড়াচ্ছে তো ছড়াচ্ছেই
থামার নাম নেই, যত্তসব!
রাজনীতিতে গুজব, অর্থনীতিতেও গুজব
গুজব এখন সর্বত্র,
প্রেমের বাজারেও ছড়াচ্ছে গুজব
বাদ যায়নি কোন ক্ষেত্র।
ফেসবুকে গুজব, টুইটারেও গুজব
গুজব এখন সোশ্যাল মিডিয়ায়,
হচ্ছে শেয়ার, করছে কমেন্টস
সত্য-মিথ্যা বুঝা বড় দায়!
হুজুগে বাঙালি মোরা
করিনা সত্য-মিথ্যা যাচাই,
গুজবের জোয়ারে ভাসিয়ে গা
অপরাধ দেই উসকাই।
ভাইরাসের মতো ছড়াচ্ছে গুজব
এখান থেকে ওখানে,
হচ্ছে বিশৃঙ্খলা, বাড়ছে হয়রানি
ভয় ঢুকেছে মনে।
কোন খবর কানে এলে
না দৌড়িয়ে করো যাচাই,
গুজবকে করি সপাটে নির্মূল
দেশটাকে বাঁচাই।