একটি সুন্দর পরিবেশ,
        কাহিনী করব পেশ।
একটি সুন্দর পরিবেশ,
        মনে রেখে যায় রেশ।

একটি সুন্দর পরিবেশ,
       ভালো থাকে মন বেশ।
একটি সুন্দর পরিবেশ,
       বাতাসে দোলে মাথার কেশ।

একটি সুন্দর পরিবেশ,
      দূর হয়ে যায় দুঃখ-ক্লেশ।
একটি সুন্দর পরিবেশ,
       থাকেনা মনে কোন দ্বেষ।

একটি সুন্দর পরিবেশ,
      ভালো লাগার কথা হয়না শেষ।
একটি সুন্দর পরিবেশ,
       খোদার দান অশেষ।

একটি সুন্দর পরিবেশ,
         এই আমার স্বদেশ।
একটি সুন্দর পরিবেশ,
         নাম তার বাংলাদেশ।