একাকীত্বে বসবাস আমার
               থাকি একাকী
তুমি থাকো ব্যস্ততায়,
              আমি অবহেলায়!
ঘুচবে এই দূরত্ব আদৌ কি?

আসে রাত, বাড়ে আক্ষেপ
             ঘিরে ধরে হতাশা
চোখের পাতা থাকে খোলা,
             বুকে বড় জ্বালা!
ঝকঝকে সবকিছু আজ ধোঁয়াশা।

তোমার আকাশ জুড়ে
                 ঘুরে বেড়ায় সুখপাখি
আমার আকাশে কালো মেঘ,
               প্রতিমুহূর্তে বাড়ে উদ্বেগ!
এই বুঝি বুজে গেল দুই আঁখি ।

একাকীত্বে বসবাস, বাড়ে দীর্ঘশ্বাস
                   সুখের কি কভু পাবো আমি দেখা?
কষ্টে ভরা ইতি,
               ছোট্ট ভুলে ভাঙলে প্রীতি!
একাকীত্ব করবে গ্রাস, এটাই ভাগ্যে লেখা।


--------------------------------------------
""লিপোগ্রাম""-- বর্ণমালার কোনও একটি বা কয়েকটি বিশেষ বর্ণকে বাদ দিয়ে রচিত পাঠ্যকে লিপোগ্রাম বলা হয়।লিপোগ্রাম গ্রিক শব্দ lipagrammatos থেকে এসেছে, যার অর্থ missing letter । বাংলা পরিষদ পর্যাভিধান অনুসারে লিপোগ্রামের বাংলা পরিভাষা হলো বর্ণবিরান।


** এই কবিতা বাংলা ভাষায় উল্লেখযোগ্য ব্যবহৃত বর্ণ "ন" বাদ দিয়ে লেখা হয়েছে।

**বিস্তারিত কমেন্ট বক্সে।