(১)
বৈশাখী ঝড়
আম কুড়াতে শিশু
ছাড়লো ঘর।

(২)
রোজার শেষে
আকাশে বাঁকা চাঁদ
উঠলো হেসে।

(৩)
মৃত্যুর কথা
স্মরণে রাখো সবে
পালাবে কোথা।

(৪)
পাঁচ ওয়াক্ত
নামাজ, পড়ো সবে
সময় মতো।

(৫)
পূর্ণিমা চাঁদ
ভুলিয়ে দিলো সব
কষ্ট- বিষাদ।

(৬)
খেললে খেলা
দৃঢ়তার সহিত
জয় এবেলা।

(৭)
নয়কো সোজা
অধিক মানুষের
চাকরি খোঁজা।

(৮)
আকাশ কালো
মেঘে ঢাকার পর
বৃষ্টি যে এলো।

(৯)
শেষ বেলায়
সম্পর্ক ছিন্ন করে
নিবো বিদায়।

(১০)
উত্তাল নদী
বয়ে আনলে পলি
জমি আবাদী।