তারুণ্য মানে খরস্রোতা নদী, ছুটে চলে আপন বেগে,
তারুণ্য মানে রক্তিম সূর্য, থাকে না আড়াল মেঘে।
তারুণ্য মানে উচ্চশির পাহাড়, সহে নেয় শত আঘাত,
তারুণ্য মানে পূর্ণিমা চাঁদ, ঢেকে দেয় কালো রাত।
তারুণ্য মানে প্রস্ফুটিত গোলাপ, ছড়ায় সুবাস,
তারুণ্য মানে হিমালয় পর্বত, ছুঁয়েছে আকাশ।
তারুণ্য মানে বসন্ত, ধরিত্রীর নবজীবন,
তারুণ্য মানে পাখির কলতান, সুরেলা ভুবন।
তারুণ্য মানে হুঙ্কার, নির্ভীক দীপ্ত কণ্ঠ,
তারুণ্য মানে দূঃসাহস, বিশাল কর্মযজ্ঞ।
তারুণ্য মানে সদা সোচ্চার, চেতনায় অজেয় শক্তি,
তারুণ্য মানে সবুজ প্রাণ, দেশমাতৃকার মুক্তি।
তারুণ্য মানে অসম্ভবকে সম্ভব, নিতে পারে ঝুঁকি,
তারুণ্য মানে বায়ান্ন-একাত্তর, অনুপ্রেরণা দেয় উঁকি।
তারুণ্য মানে নজরুলের চির উন্নত মম শির,
তারুণ্য মানে সুকান্তের আঠারো বছর বয়সের বীর।
তারুণ্য মানে জীবনের জয়গান,সাজাবে বসুন্ধরা,
তারুণ্য মানে ভয়ডরহীন প্রাণ, যাবে না হারা।