ধর্ষিতার আত্মচিৎকার,
পৌঁছেনা কানে সবার
হেরে যায় সে-
বারবার।

ধর্ষক;
করে উল্লাস
রাষ্ট্রের সর্বনাশ।