ধৈর্য একটি মহৎ গুণ, যাহা থাকে না সবার
থাকলে ধৈর্য-সহ্য ক্ষমতা, বিপদে হবে উদ্ধার
ধৈর্যতে দূর সমস্যা-সংকট
ধৈর্যশীল প্রিয় স্রষ্টার নিকট
হলে ধৈর্যশীল, প্রতিনিয়ত মিলবে পুরস্কার।