চরিত্র যদি হারিয়ে যায়, সবকিছুই যে যাবে হারিয়ে
চরিত্র অমূল্য সম্পদ, মিলেনা কোন কিছুর বিনিময়ে
যার আছে উত্তম চরিত্র
বদলায় সমাজের চিত্র
দেশ ও জাতির জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ আনে বয়ে।

--------------------------------------------

প্রিয় উক্তি:-
"মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যার চরিত্র সবচেয়ে সুন্দর। “
– মহানবী (সাঃ)