নিঃস্ব, আজ আমি বড়ই নিঃস্ব
অনুভূতি, ভালোবাসা সব করে দিয়েছি দান
বেঁচে আছি রক্তমাংসের রোবট হয়ে
তোমার কাছে আজ আমি বড়ই বেমানান।

বীভৎস, কি বীভৎস
খেললে অন্তর নিয়ে ছিনিমিনি খেলা
ছুড়ে ফেলে দিলে আস্তাকুড়ে
ফুরালো যখন একসাথে পথচলা।

অদ্ভুত, বড়ই অদ্ভুত
কেন ভাবছি তোমার কথা?
ভাঙাচোরা মনকে আবার জাগিয়ে তুলবো
যাবো ভুলে তোমার দেয়া সব দুঃখ-ব্যথা।