চোখ দুটো হয়েছে আজ বড্ড ফ্যাকাশে
হারিয়ে গেছে যে শক্তি বয়সের ভারে,
শেষ জীবনে আপনজন নেই পাশে
বৃদ্ধাশ্রমে হলো ঠাঁই, শূন্যতা চারধারে।
চোখ জুড়ে কান্না, মুখটা বড় মলিন
বুকে চাপা আর্তনাদ, মরুময় জ্বালা,
যে পিতামাতার ছায়ায় কাটলো দিন
সে সন্তান, আজ তাদেরই করে অবহেলা।
সব হারিয়ে নিঃস্ব আজ, সঙ্গী বৃদ্ধাশ্রম
মনে নিয়ে শত যাতনা, মনে নিয়ে শত ব্যথা,
করে দোয়া সন্তানের বেলায় ঘটুক ব্যতিক্রম
মুছে যাক এই জন্ম-জন্মান্তের প্রথা।