বন্ধুত্ব মানে,
হাজার লোকের ভিড়ে, চেনা এক মুখ,
বন্ধুত্ব মানে
জীবনের পরম পাওয়া, জীবনের সুখ।

বন্ধুত্ব মানে,
দারুণ বোঝাপড়া, মনের সাথে মনের মিল
বন্ধুত্ব মানে,
প্রাণবন্ত আমি, স্বতঃস্ফূর্ত আর সাবলীল।

বন্ধুত্ব মানে,
আত্মার আত্মীয়, বেঁচে থাকার ইচ্ছাশক্তি
বন্ধুত্ব মানে,
শুভাকাঙ্ক্ষী, শুভকামনার নেই যে ঘাটতি।

বন্ধুত্ব মানে,
একমুঠো রোদ, ছড়িয়ে দেয় উষ্ণতা
বন্ধুত্ব মানে,
মুক্ত বিহঙ্গের অবাধ বিচরণ, ভুলিয়ে দেয় শূন্যতা।

বন্ধুত্ব মানে,
একসাথে পথ চলা, একসুরে কথা বলা
বন্ধুত্ব মানে,
ভরসা, বিশ্বাস, নির্ভরতা, চোখ বুজে এগিয়ে চলা।

বন্ধুত্ব মানে,
জীবনে-মরণে, জয়ে-পরাজয়ে একতাবদ্ধ হয়ে থাকার সংকল্প
বন্ধুত্ব মানে,
দুটি দেহে এক প্রাণ, একটি ভালোবাসার গল্প।

বন্ধুত্ব মানে,
ভালো শ্রোতা আর কথাবৃক্ষ, প্রাণ খুলে যায় হাসা
বন্ধুত্ব মানে,
ঝড়-ঝঞ্ঝায়, বিপদ-আপদে দুর্ভেদ্য প্রাচীর, দুঃসময়ে যোগায় আশা।

বন্ধুত্ব মানে,
স্বপ্নের সাগরে ভাসা, স্বপ্ন মেলে পাখা
বন্ধুত্ব মানে,
ডানা বিহীন সুখপাখি, সযত্নে পুষে রাখা।

বন্ধুত্ব মানে,
তপ্ত মরুভূমির বুকে এক টুকরো আশা
বন্ধুত্ব মানে,
প্রবাহিণী, ডুব সাঁতরে ঝেড়ে ফেলা যায় হতাশা।

বন্ধুত্ব মানে,
মনের ভাষা চিনে নেওয়ার আয়না
বন্ধুত্ব মানে,
আবেগ-অনুভূতির নাম, ভুলে যাওয়া যায়না।

বন্ধুত্ব মানে,
স্বার্থের নেই দ্বন্ধ, স্বার্থহীন অটুট বন্ধন
বন্ধুত্ব মানে,
গোধূলির আবির মেখে রাঙিয়ে দেয়া ভুবন।

বন্ধুত্ব মানে,
জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেনী, বয়স করেনা বিচার
বন্ধুত্ব মানে,
জীবনের মূল্যবান সম্পদ, জীবনের শ্রেষ্ঠ উপহার।



--------------------------------------------
প্রিয় উক্তি:-
'অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা, আলোতে একা হাঁটার চেয়েও ভালো'।
<হেলেন কিলার>

বিশেষ দ্রষ্টব্য: আমি এই কবিতা বিভিন্ন মনীষীদের বন্ধুত্ব নিয়ে বলা উক্তি সমূহকে নিজের মত করে সাজিয়ে লেখার চেষ্টা করেছি।