কথার উপর কেবল কথা বলছিস চলে, থাম না এবার ভাই,
এত এত কথা আসে কোথা থেকে, মুখের কি তোর কোন লাগাম নাই?
লেগেছে আমার কানে তালা,
ধুর ছাই! এ কেমন জ্বালা,
যা শুনেছি বেজায় বেশি, শুনবোনা আর, এবার অন্তত মাফ চাই।