অপূর্ণতায় ঘেরা জীবন, ছেয়ে গেছে বিষন্নতায়;
কাঁদছে যে হৃদয়, প্রিয়জনকে ফিরে পাবার জন্য,
অপূর্ণতায় ঘেরা জীবন, ছেয়ে গেছে বিষন্নতায়।
দিনশেষে যে আমি বড়ই একা, হয়ে আছিতো শূন্য:
বিষন্নতা নিয়ে যাচ্ছে আমায়, সীমাহীন অন্ধকারে!
কাঁদছে যে হৃদয়, প্রিয়জনকে ফিরে পাবার জন্য।
আছো তুমি যে কল্পনায়, বাস্তবে দেখিনাতো তোমারে
তোমায় নিয়ে দেখা শত স্বপ্নরা পেলো না যে পূর্ণতা,
বিষন্নতা নিয়ে যাচ্ছে আমায়, সীমাহীন অন্ধকারে।
মরীচিকা যে তুমি, হাত বাড়ালেইতো খালি শূন্যতা!
বুক ফেটে আসে যে কান্না, তবুও আমি লুকিয়ে রাখি,
তোমায় নিয়ে দেখা শত স্বপ্নরা পেলো না যে পূর্ণতা।
পিঞ্জর ছেড়ে হারিয়ে গেছে আমার পোষা সুখপাখি,
ফিরবেনা সে এ শহরে, করবে না মন আলোকিত,
বুক ফেটে আসে যে কান্না, তবুও আমি লুকিয়ে রাখি।
দিশেহারা জীবন নিয়ে আজ আমি যে বড় শঙ্কিত
অপূর্ণতায় ঘেরা জীবন, ছেয়ে গেছে বিষন্নতায়,
ফিরবেনা সে এ শহরে, করবে না মন আলোকিত
অপূর্ণতায় ঘেরা জীবন, ছেয়ে গেছে বিষন্নতায়।