ভালোবাসায় মুড়িয়ে থাকুক তোমাদের জীবন
সুখের হোক একসাথে দীর্ঘ এই পথচলা,
মধুর এবং সুদৃঢ় হোক তোমাদের বিবাহ বন্ধন
নতুন ছন্দে সাজাবে ভালোবাসার পংক্তিমালা।
দাম্পত্য জীবন সুখের হোক, থেকো সর্বদা একসাথে
করবে পূরণ একে অন্যের শত আবদার,
ছেড়েনো এক অন্যের হাত, আসুক যত বিপদ পথে
হবে একে অন্যের সুখ-দুঃখের ভাগীদার।