বেলা শেষে মরণ যখন সামনে এসে দাঁড়ায়
ছিন্ন করে সব সম্পর্ক, যেতে হবে চির নিদ্রায়
হবে বন্ধ রঙ্গমঞ্চের অভিনয়
যাবে মুছে সব রঙিন পরিচয়
স্মৃতি রেখে হবে যে শেষ জীবনের সব অধ্যায়।