বেখেয়ালি মন আমার
ভাবে শুধু তোমায় নিয়ে
তোমায় ঘিরে স্বপ্ন আমার
আঁকছি যে হৃদয়ে।
উড়ু উড়ু মনটা আমার
আজ হচ্ছেনা স্থির
তোমাতে হয়ে বিভোর
সাজাচ্ছি মনে ভালোবাসার নীড়।
বাঁকা ঠোঁটে তোমার জাদুকরী হাসি
হৃদয়ে দেয় দোলা
টানা টানা মায়াবী চোখের চাহনিতে
হয়েছি আত্মভোলা।
মনের তুলিতে আঁকছি তোমায়
দিচ্ছি রং হাজারো
কি বিশেষণে বিশেষিত করবো তোমায়
বেড়েছে চিন্তা আরো।
বেখেয়ালি মনে তোমার কথা ভাবলেই
চুপিসারে বাড়ছে হৃদস্পন্দন
তোমার মাঝে হারিয়ে আমি
এখন নিজেকে খুঁজি সারাক্ষণ।