সমাজ-সংসারে নেই স্থান আজ আমি বেকার
নিঃস্ব জীবনে সুখ নেই, আছে শুধু হাহাকার।
ফাইল ভর্তি সার্টিফিকেট, আর বুক ভরা স্বপ্ন নিয়ে, খুঁজছি চাকরি অবিরাম
বেকার বলে জীবন আজ দুর্বিষহ, পাচ্ছি না কারো কাছে দাম।
ভাগ্যের হাতে খাচ্ছি মার, বেকারত্বের তকমাটা লাভ করেছে অমরত্ব
চারিদিকে হতাশা, নিরাশা, হয়ে কোণঠাসা, হয়ে গেছি ক্লান্ত।
লোকে বলে অপদার্থ, পরিবার-পরিজন করছে ভর্ৎসনা
শিকড়হীন বৃক্ষের মত আছি বেঁচে, সয়ে শত লাঞ্ছনা-গঞ্জনা।
বাবার কাঁধে বেকার ছেলে লাশের মতোই ভারী
জুতো জোড়া হচ্ছে ক্ষয়, যাচ্ছে বয়স বেড়ে, মিলছে না যে চাকরি।
ভালোবাসার মানুষটাও গেছে হারিয়ে, এই বেকারত্বের জন্য
কষ্টগুলোকে দিয়েছে চাপা, করার যে কিছুই নেই, প্রাপ্তির খাতা যে শূন্য।
মামা-চাচার নেই জোর, নেই অনেক টাকা দেয়ার ক্ষমতা
ডিগ্রী তাই আজ মূল্যহীন, মনে ঢুকে গেছে হীনমন্যতা।
বেকারত্বের অভিশাপ, খাচ্ছে কুরে কুরে, নেই যে কপালে সুখ
নতুন সকালে, নতুন উদ্যমে আবার আশায় বাঁধি বুক।