তবুও বেঁচে থাকুক আমাদের ভালোবাসা,
বেঁচে থাকুক তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলো
না কমুক তবুও অতৃপ্ত ভালোবাসার পিপাসা।
ভেঙ্গে দিয়েছো বিশ্বাস, ভেঙ্গেছো ভরসা
না বলা অনুভূতিতে জমে গেছে যে ধুলো
তবুও বেঁচে থাকুক আমাদের ভালোবাসা।
সত্যিকারের ভালোবাসাকে ভেবেছো তামাশা,
হারিয়ে গিয়ে জীবনটা করে দিলে এলোমেলো
না কমুক তবুও অতৃপ্ত ভালোবাসার পিপাসা।
দুর্বিষহ জীবনে আমার এখন শুধুই দুর্দশা
জীবন হলো যে অন্ধকার, হারিয়ে সব আলো
তবুও বেঁচে থাকুক আমাদের ভালোবাসা।
শূন্যতা আর হাহাকারে দিগ্বিদিক আজ হতাশা
নির্ঘুম রাতের দুঃস্বপ্নেরা আক্ষেপ বাড়ালো
না কমুক তবুও অতৃপ্ত ভালোবাসার পিপাসা।
ছাড়িনি এখনো তোমায় ফিরে পাবার আশা,
মিটমিট করে জ্বলা প্রেমের প্রদীপ আশা জাগালো
তবুও বেঁচে থাকুক আমাদের ভালোবাসা,
না কমুক তবুও অতৃপ্ত ভালোবাসার পিপাসা।