.
আমরা শিশু, আমরা
নতুন, আমরা ফুলের কুঁড়ি,
আমরা সবাই নিজেদের রাজ্যে
উড়াই স্বপ্ন ঘুড়ি। আমরা মানিনা
কোন বাঁধা, আলো হয়ে ফুটি
আমরা, আমরা যে সবে
আলাদা। চাইতো আমরা
সবার ভালোবাসার পরশ, আমরা যে
আগামীর ভবিষ্যৎ, সুষ্ঠুভাবে বেড়ে উঠতে
করো কাঁটামুক্ত মোদের চলার পথ। কেড়োনা
মোদের শৈশব, দিয়োনা কোচিং, প্রাইভেটের
নামে অযথা মানসিক চাপ। ব্যাগ
ভর্তি বইয়ের ভারে
নষ্ট করোনা শিশুকাল,
আমরা যে বড়ই নিষ্পাপ।
রঙিন স্বপ্নের মাঝে দিয়োনা
এনে বাস্তবতা, তোমাদের নিজের
স্বপ্নের জন্য ভেস্তে দিয়োনা মোদের
নিজস্বতা। গড়তে পারি মোরা নয়া
বিশ্ব, পেলে সহযোগীতা।
--------------------------------------------
**শেইপ পয়েম সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।