দারিদ্রতায় ঘেরা জীবন
থাকি বড় কষ্টে,
পথে পথে ঘুরে বেড়াই
ক্ষুধা নিয়ে পেটে।
পথের শিশু পথেই থাকি
নেই যে থাকার ঘর,
ছেঁড়া জামায় কাটছে দিন
নেয়না কেউ খবর।
অযত্নে অবহেলায় উঠি বেড়ে
ফুটপাতে, রেল-স্টেশনে,
ভাগ্যের কেন এমন নির্মমতা?
প্রশ্ন জাগে মনে।
বাবার আদর, মায়ের মমতা
কপালে জোটেনা মোর,
রাখেনা কেউ আগলে
জড়িয়ে মমতার বাহুডোর।
পেটের দায়ে করি ভিক্ষা
মানুষের দ্বারে দ্বারে,
তাও জোটেনা দু'মুঠো ভাত
থাকি যে অনাহারে।
শিক্ষার আলো কভু জোটেনা
নিয়তি ঠেলে অন্ধকারে,
রোগে-শোকে পাইনা চিকিৎসা
জীবন কাটে হাহাকারে।
ইট পাথরের এই শহরে
আমি বড্ড বেমানান,
টোকাই, রাস্তার ছেলে বলে
নিত্য করে অপমান।
নিয়তির নির্মমতায় আমি যে
আজ বড় অসহায়,
সুশীল সমাজ দাও সুনজর
নিজের পায়ে দাঁড়াই।
প্রতিভার নেই কমতি আমার
দরকার একটু সহানুভূতি,
মানুষ হয়ে চাই আমি বাঁচতে
মনে যে বড় আকুতি।