আ: আলোতে ভরা জীবন আমার হঠাৎ হলো অন্ধকার
মা: মায়ার বাঁধন ছিঁড়ে তুমি, হরণ করলে অধিকার
র: রঙিন রঙিন স্বপ্নগুলো, ভেঙ্গে হলো যে চুরমার।
জী: জীবন এখন আঁধারে নিমজ্জিত, হারিয়ে তোমাকে
ব: বললেনা কি ছিল অপরাধ, ছাড়লে কেন আমাকে?
ন: নষ্ট করে আমার জীবন, ভালোই আছো নিয়ে অন্যকে।