মানুষ গড়ার কারিগর তুমি
হে মহান শিক্ষক,
অন্ধকার জাতির মুক্তির দিশা তুমি
তুমি জাতির পথপ্রদর্শক।
অনুপ্রেরণার আধার তুমি
জাগিয়ে তোলো মনুষ্যত্ব,
নীতি-নৈতিকতার ঘটাও বিকাশ
করো চেতনা, বিবেক জাগ্রত।
জীবনের চলার পথের গড়ে দাও ভিত্তি
শেখাও বড় বড় স্বপ্ন দেখতে,
সঠিক পথের দিকনির্দেশক তুমি
সাফল্যের বীজ দাও পুঁতে।
সুশিক্ষা জাতির মেরুদণ্ড
আর সুশিক্ষার মেরুদণ্ড তুমি,
শিক্ষার আলোয় আলোকিত করে
ধন্য করো জন্মভূমি।
সমাজ সংস্কারে অগ্রগামী তুমি
দূর করো যত অশিক্ষা-কুসংস্কার,
বিনির্মাণ করে আলোকিত সমাজ
দাও উন্নত জাতি উপহার।
মানুষ গড়ার কারিগর তুমি
সোনার মানুষ গড়ে তোলো,
জাতির ক্রান্তিলগ্নের ভরসা তুমি
দেখাও মুক্তির আলো।