(১) ভালোবাসি প্রিয়
------------------------------
শোন প্রিয়, বলি তোমায়
ভালবাসি তোমাকে ভুলো না আমায়।

(২) সঙ্গী করে নিও
------------------------------
সঙ্গী করে নিও আমায়
রেখো বেঁধে ভালোবাসার উষ্ণতায়।

(৩) এসো কাছে এসো
------------------------------
এসো কাছে এসো আমার
কভু কমতি হবেনা ভালোবাসার।

(৪) মন কাঁদে
------------------------------
কাঁদে আমার মন কাঁদে
ছাড়লে যে আমায় বিনা অপরাধে।

(৫) মনে পড়ে
------------------------------
মনে পড়ে আজো আমার
ছাড়লে, শুনোনি মিনতি বারবার।

(৬) মুখোশের আড়ালে
------------------------------
মুখোশের আড়ালে তুমি
ছিলে স্বার্থপর- শূন্য হয়েছি আমি।

(৭) মনে রেখেছো কি?
------------------------------
সেদিন কি মনে রেখেছো?
যেদিন বিনা দোষে আমায় ছেড়েছো।

(৮) ভেবে দেখেছো কি?
--------------------------------
দেখেছো তুমি কভু ভেবে?
আমাকে দেয়া কষ্ট অন্য কেউ দেবে।

(৯) প্রতীক্ষা
------------------------------
হারানোর বেদনা নিয়ে-
আছি বেঁচে তোমার পথপানে চেয়ে।

(১০) এপিটাফ
------------------------------
এপিটাফে থাকবে লেখা
সুখে থেকো তুমি, হবে না আর দেখা।

--------------------------------------------
**লান্দে সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।