জীবন তুমি তো সমুদ্রের উত্তাল ঢেউ এর মত,
আমাকে কখন ডুবাও, কখন ভাসাও
এ খেলা তুমিই ভালো বুঝ।
জীবন তো খুব বড়না,
সময় তুমিও খুব সীমিত
এই স্বল্প সময়ে আমি কি
নিজেকে জয়ী করতে পেরেছি?
সময় তুমিই তো শিখিয়েছো, জীবন এর মানে
জন্মকে স্বার্থক করতে,
তুমিই পার আমাকে জয়ী করতে,
উত্তাল সমুদ্রের মত আমাকেও পার উন্মাদ করতে
বিজয়ের লাল সবুজ পতাকা হাতে,
বিশ্বকে জানান দিতে,আমি জয়ী।
স্বপ্ন আমার খুব বড় না, তুমি তো জানো
স্বপ্ন স্বপ্ন করতে বছর তিনেক গেল
জীবনের অন্তিম মুহুতে দাঁড়িয়ে,
বিজয়ের স্বাদ পেতে চাই,
তুমি কি সেই স্বাদের আত্মতুষ্টি বুঝাবে,
সময় আর জীবনের ব্যস্তানুপাতিক ধাঁধার
এই সমীকরণ আজও বুঝিনি,
সময় তুমিও হতে পার,
আমার জীবনের নতুন সকাল।