বার বার খুন হতে চাই
সুন্দরীতমা দের হাতে।
ভেঙ্গে চূরে চারখার হয়ে
আবার ভেড়ে উঠতে চাই,
সুন্দরীতমার হাত দরে।।
কি হয় অয্যর্শ বার প্রেমে পড়লে?
ভেঙে চূরে যদি আবার ভেড়ে উঠি।।
কি এমন সে ক্ষতি??
পুরাতনে লোকসান,
নতুন তো আমার,
ভালবাসা কি পরিমাপের?
প্রেম কি আমার সিমিত?
এমত কাল আগের কবিতায় ও
এটা ছিল অশিম।।
বারবার প্রেমে পড়তে চাই।
ভেঙ্গে চূরে আবার আমার আমি,,
নতুন কোন সুন্দরিতমার আশায়,,
কিসের বিরহ??
সিগারেট মদ গাজা!!
ভালবাসা তো অসিম
প্রেম সে তো অতল গভীর ,,,,,
বারবার ভেঙ্গে চূরে, আমি পিরবো।
নতুন কোন সুন্দরিতমার,
প্রেমিকের রুপে।।
ভালবাসা শেষ হয় না______
প্রেম নদি শুকিয়ে যায় না।।
এই রুপ থেকে ঐই রুপে।
হত্যছাড়া আমি মাঝ পথে,
কেন এই মদ গাঁজা??
অভিশপ্ত তুই দূর হ________
বারবার খুন হতে চাই,
সুন্দরীতমা দের হাতে,,
প্রেম কভু ভেঙ্গে যায় না,,
নেশা খোর।।
প্রেম কভু ভেঙ্গে যায় না,
পিরে আশে অন্য কোন রুপে।।
ভাল তুই আবার বাসতে শিখ।।
প্রেমে তুই আবার পড়।।
নতুন কোন সুন্দরীতমার।।