তুমি প্রেমিকা ছিলে
ছিলে অনবদ্য স্বর্গীয় উপমা
বেশ সুসংগঠিত কবিতার চরন,

মশাল মিছিল শেষে.....
ক্লান্ত নাবিক যেমন ফিরে তার ঘরে
দ্রাঘিমা রেখার আক্রোশ কাটিয়ে।
তেমনি নিবিড় ভাবে
ক্লান্ত শান্ত তোমার বক্ষে আমি।

তুমি প্রেমিকা ছিলে
এটাই ছিল পৃথিবীর শেষ প্রাপ্তি
পৃথিবী ছিল তখন বেশ শান্ত সৃষ্ট
বায়ু প্রবাহ ছিল বেশ মনোরম
বাতাসে ধূলার পরিমাণ ছিল
আরো অনেক কম
নদী নালা খাল বিল সচল ছিল বেশ।

স্বচ্ছ পানি বয়ে যেত বঙ্গোপসাগর এর দিকে
বন্যা খরা মহামারী এসবে
পড়তে হয়নি আমাদের
তুমি যখন প্রেমিকা ছিলে।

অথচ আজ সেই তুমি প্রতিদ্বন্দ্বী আমার

ওসাকা থেকে আলাস্কা পর্যন্ত
আজ জলবায়ু পরিবর্তনের মহাসমারোহ
অথচ এককালে আমাদের এসব নিয়ে চিন্তা করতে হয়নি
তুমি যখন প্রেমিকা ছিলে।

অথচ আজ সেই তুমি প্রতিদ্বন্দ্বী আমার
বায়ুমণ্ডলের তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে
বরফ গলছে বাড়ছে সাগরের উচ্চতা
কেউ কেউ অনুমান করছে তলিয়ে যাবে সাগরতলে আমাদের ব-দ্বীপের অর্ধেক।

জীববৈচিত্রের হালচাল পাল্টে গেছে
প্লাস্টিক জয় লাভ করছে
প্লাস্টিক ভালোবেসেছি তার মাশুল দিচ্ছি
প্লাস্টিক আর তোমার মাঝে বেশ মিল খুঁজে পাই
এখন তুমি প্রতিদ্বন্দ্বী আমার

বেঁচে থাকার সংগ্রামে
তোমার সাথে আমাকে জিততেই হবে
এখন তুমি প্রতিদ্বন্দ্বী আমার।

২৫_১২_২০১৯